হবিগঞ্জের দৈনিক খোয়াই পত্রিকায় মিথ্যা ও কালপনিক নিউজ করায় ৫০ লক্ষ টাকার লিগাল নোটিশ প্রেরণ।

0
1342

স্টাপ রিপোটার

লিগ্যাল, নোটিশ, ডাকযোগে প্রাপ্তি স্বীকার, সহ)

প্রেরকঃ

পক্ষেঃ

এসএমএ আউয়াল

এল,এল,বি,

এডভোকেট জজ কোট হবিগঞ্জ, নোটিশ দাতা।

প্রাপক,

১/ জুয়েল চৌধুরী পিতা সাজিদুর রহমান চৌধুরী, স্টোফ রিপোর্টার,দৈনিক খোয়াই টাউন হল রোড হবিগঞ্জ,

২/ শামীম আহছান পিতা অজ্ঞত  সাং সম্পাদক ও প্রকাশক, দৈনিক খোয়াই টাউন হল রোড হবিগঞ্জ।

৩/ সাইফ আহছান পিতা শামীম আহছান, বাতা ও ব্যবস্হাপনা সম্পাদক দৈনিক খোয়াই টাউন হল রোড হবিগঞ্জ।

হবিগঞ্জ নোটিশ গ্রহীতাগন।

জনাব

আমি নোটিশ দাতা আমার মোয়াক্কেল মোঃ জমির আলী কতৃক আদিষ্ট হইয়া জানাইতেছি যে আপনারা নোটিশ গ্রহীতাগন বিগত ২২/১১/২০১৯ ইং তারিখে  দৈনিক খোয়াই, পএিকার প্রথম পাতায় হবিগঞ্জে একাধিকবার কারাভোগের পরও থেমে নেই জমির আলীর অপকর্ম নামীয় সংবাদে আমার মোয়াক্কেল মোঃ জমির আলী সাহেব সম্পকে সংবাদের এক স্হানে উল্লেখ করেন যে প্রায় ৮ বছর আগে শায়েস্তাগজের একটি চুরির ঘটনায় হবিগঞ্জ সদর থানার পুলিশের নজরে আসে জমির আলী।  এরপর থেকে তিনি শুরু করেন পুলিশের সোসের কাজ পরে তিনি যৃথ হন আইন সহায়তা কেন্দ্র ( আসক) ফাউন্ডেশনের হবিগঞ্জ জুনাল কার্য নির্বাহী কমিটিতে। নিজেকে ওই কমিটির সভাপতি বলেও দাবি করে মুদির দোকান থেকে অফিস পাড়া দাপিয়ে বেড়ায় সর্বত্র। সাংবাদিক ও মানবাধিকার কর্মী এ দুটি  পরিচয়ে ঘুরে গেছে তার ভাগ্যের চাকা।বিভ্রান্তি আর ধাধায় ফেলে আচ্ছা আচ্ছা লোকদের কাবু করছে সে। এই মর্মে সম্পুর্ন ভিত্তিহীন মনগরা ও চরম মানহানিকর বক্তব্য প্রকাশ করে আপনাদের পএিকার মুদ্রন ও প্রচার এবং জনসাধারণের কাছে বিক্রি করিয়াছেন। উপরোক্ত সংবাদের কোনো কিছুই এমনকি সামান্য তম সত্যতা নাই।এমনকি তার বিরোদ্ধে এই সমস্ত বিষয়দি কোন মামলা মোকদ্দমা ও নেই। প্রকৃত ঘটনা হলো জমির আলী জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন এর হবিগঞ্জ জেলা শাখার সভাপতি এবং ঢাকা থেকে প্রকাশিত জনপ্রিয় সাপ্তাহিক সংবাদ ম্যাগাজিন অপরাধ বিচিত্রার হবিগঞ্জ জেলা প্রতিনিধি। জমির আলী সম্পকে হবিগঞ্জের গন্যমান্য ব্যতিবগ সহ সকলই অবগত আছেন প্রকৃত অর্থে জমির আলী একজন নিরীহ শান্তিপ্রিয় সাংবাদিক এবং   পরিচ্ছন্ন সমাজ কমী ইহাতে প্রতীয়মান হয় যে আপনারা  নোটিশ গ্রহীতাগন সত্য গোপন করে জমির আলীর ও তার পরিবারের মানহানী করার হীন উদ্দেশ্য পএিকায় প্রকাশিত সকল বতব্য নিজেরা কাল্পনিক ভাবে সৃষ্টি করিয়াছেন এবং উপরোক্ত সংবাদ সম্পুর্ন মিথ্যা মনগড়া ভিত্তিহীন ও চরম মানহানিকর জেনেও পরস্পর যোগসাজশে আমার মোয়াক্কেল এবং তাহার পরিবারের মানহানী হীন উদ্দেশ্য আপনাদের পএিকায় মুদ্রাণ, প্রকাশ, বিক্রি করিয়াছেন এবং অন লাইনেও প্রকাশ করিয়াছেন আমার মোয়াক্কেল উপরোক্ত মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ জাপন করেন আমার মোয়াক্কেল একজন স? ও আদশবান ব্যতি হওয়ায় এলাকায় তার বেশ সুনাম রহিয়াছে তাহার দুই ছেলে ও এক মেয়ে। বড় ছেলে কোরআনের হাফিজ হন অপর ছেলে হবিগঞ্জ আইডিয়াল হাই স্কুলের ভাদৈ এবং মেয়ে কবির কলেজে অধ্যায়নরত আছেন সবোপরি তিনি হবিগঞ্জ সদর উপজেলায় একজন অত্যান্ত সুপরিচিত শ্রদ্ধেয় ও সুনামধন্য ব্যতি বটেন উপরোত অশালীন ওমানহানীকর বতব্য প্রদান করায়আমার মোয়াক্কেল ও তার পরিবারের ৫০,০০০০০/পঋাশ লক্ষ)  টাকা মানহানী হয়েছে এবং তিনি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা সহ যে কোন আইনগত ব্যবস্হা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। এমতাবস্থায় আমি এই নোটিশ দ্বারা অবহিত করিতেছি যে আপনারা অত নোটিশ প্রাপ্তির ০৭, (সাত) দিনের মধ্যে আমার মোয়াক্কেলের নিকট পএিকায় প্রকাশিত করে উপরোক্ত মানহানিকর বক্তব্য প্রত্যাহার ও নিঃশত ক্ষমা প্রাথনা করিবেন অন্যথায় মেয়াদান্তে আপনাদের বিরুদ্ধে বিধান মোতাবেক সংশ্লিষ্ট আদালতে মামলা দায়ের করতে বাধ্য হবেন এবং তজ্জন্য সমস্ত খরছ ও ক্ষতির জন্য আপনারা নোটিশ গ্রহীতাগন সবাবস্হায় দায়ী থাকবেন। পরবর্তী কায্যকম গ্রহণের জন্য অত নোটিশের এক কপি আমার সেরেস্তায় রক্ষতি রইল।

ধন্যবাদাস্তে, এসএমএ আউয়াল  এলএলবি জজ কোট হবিগঞ্জ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

2 × four =