মৃত্যুদন্ড থেকে মুক্তি দিলেন মুসলিম ব্যবসায়ী

0
655

তাপমাত্রা নিয়ন্ত্রনের অজুহাতে পশু হত্যা করতে থাকা অষ্ট্রেলিয়ার সরকার থেকে তিন হাজারের অধিক উটকে ক্রয় করেন লিবিয়ান ব্যবসায়ী। খবর ডেইলি সাবাহতুরস্কের ডেইলি সাবাহ জানায়, লিবিয়ান ব্যবসায়ীর ক্রয় করা উটগুলো ২৩ ফেব্রুয়ারী সকালে ত্রিপোলীর বন্দরে নোঙ্গর করে। পরবর্তীতে ৪৫ কিলোমিটার অতিক্রম করে জাবিয়াহ শহরে পৌঁছায়। রাস্তায় সশস্র গ্রুপ ১২৫ টি উট চুরি করে।

ব্যবসায়ী জানান, জনবহুল এলাকায় তাপমাত্রা বৃদ্ধির কারণে হাজার হাজার উটকে অষ্ট্রিলিয়া কর্তৃক হত্যার সিদ্ধান্ত গ্রহন ও স্বল্প মূল্যে বিক্রির কথা শুনে যাবিয়াহ শহরের ব্যবসায়ীরা উট ক্রয়ে আগ্রহী হয়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

two × three =