কংগ্রেস অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছে

0
510

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) কে কেন্দ্র করে ভারতের রাজধান নয়াদিল্লিতে সহিংসতার জন্য দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দায়ী করে অবিলম্বে পদত্যাগের দাবি জানিয়েছেন বিরোধীদল ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রধান সোনিয়া গান্ধী। একই সঙ্গে সহিংসতার বিষয়ে যথাযত পদক্ষেপ না নেয়ায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালেরও সমালোচনা করেন তিনি।

আজ বুধবার নয়াদিল্লিতে কংগ্রেসের সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সোনিয়া গান্ধী বলেন, সহিংসতার ঘটনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও কেন্দ্রীয় সরকার সম্পূর্ণভাবে দায়ী। কংগ্রেস অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছে। সংবাদ সম্মেলনে কংগ্রেস প্রধান প্রশ্ন করেন, স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় ছিলেন? পরিস্থিতির অবনতি হচ্ছে দেখেও কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিস্থিতি মোকাবেলায় যথাযথ ব্যবস্থা নেয়নি।

এর আগে সোমবার দিল্লিতে সিএএ আইনকে কেন্দ্র করে আইনটির সমর্থক ও প্রতিবাদকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে এ পর্যন্ত অন্তত ২০ জন নিহত ও দেড় শতাধিক লোক আহত হয়েছেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

14 + 10 =