মিথ্যা সংবাদে প্রতিবেদকের নামে আইনগত ব্যবস্থা ও দু:খ প্রকাশ

3
868

সুন্দরী ভয়ঙ্কর শিরোনামে অপরাধ বিচিত্রায় মেহরিন দূরদানা রিপার সম্পর্কে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সঠিক নয়। প্রতিবেদক হাসান কারোর দ্বারা প্রভাবিত হয়ে  সম্পাদকের অনুপস্থিতে প্রতিবেদন প্রকাশ করে বিভ্রান্তি ছড়িয়েছে যা খুবই দুঃখজনক।  অপরাধ বিচিত্রা কারোর মানহানির জন্য কখনো সংবাদ প্রকাশ করেনা। বরং অপরাধীদের মুখোশ উন্মোচন করে দীর্ঘ দই যুগেরও বেশঅ সময় ধরে সংবাদ প্রকাশ করে সুনামের সাথে কাজ করে পাঠক প্রিয়তার শেির্ষ াবস্থান করছে।

অপরাধ বিচিত্রার এ সুনামের সুযোগকে কাজে লাগাতে প্রতিবেদক যে কাজটি করেছে তাতে অপরাধ বিত্রিা কতৃপক্ষ মর্মাহত। প্রকৃত পক্ষে মেহরিন দূরদানা রিপা একজন সংগীত শিল্পি।

তার জনপ্রীয়তায় ইর্ষাম্বীত হয়ে কারোর প্ররোচনায় প্রতিবেদক উক্ত অসত্য প্রতিবেদন প্রকাশ করেছে। এ ব্যাপারে প্রতিবেদকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং প্রাথমিক ভাবে তাকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

two × 5 =