নরসিংদী সদর হাসপাতালে ডাক্তার নার্সদের করোনা ভাইরাসের প্রতিরোধ ব্যেবস্হ ও সচেতনতাহিন

0
2059

মাহবুব সৈয়দ :  নরসিংদী জেলার একমাত্র সদর সরকারী হাসপাতাল। এখানে প্রতিনিয়ত শত শত রোগী ইনডোর এবং আওটডোরে ডক্টর দেখাতে আসেন। নরমাল পেসেন্ট থেকে শুরু করে মেজর মেসেন্টও আসেন। প্রতিবেদক সদর হাসপাতালের ইনডোর এবং আউটডোর পরিদর্শন কালে দেখতে পান ডাক্তার এবং নার্সদের আগের মতনই সেবা ব‍্যবস্হাপনা। রোগীরাও যাচ্ছে তাই করছে নেই কোন নিয়মুবর্ততা। হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের নেই আলাদা কোনো নজর। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলেন সময় উপযোগী সঠিক নির্দেশনা পাচ্ছিনা। নরসিংদীতেও করোনার ভয় আছে। বিদেশ ফেরত লোকজনও আসছে হাসপাতালে।

সরকার কর্তৃক হাসপাতালের ডাক্তার নার্স আয়া অন্যন্যজনদের মাস্কসহ personal protective equipment জরুরীভিত্তিতে ব‍্যবস্হা নেয়ার অনুরোধ জানান। এবং রোগিদের সাথে ভিজিটর কম আসার কথাও বলেন।

সারা পৃথিবীতে করোনা এখন একটি আতন্কের নাম। সচেতন মহল মনে করেন নরসিংদী আতন্কের বাহিরে নয়।বিষয়টি স্বাস্হ অধিদপ্তর নরসিংদী জরুরি ভিত্তিতে খতিয়ে দেখবে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

nineteen + 7 =