Site icon Aparadh Bichitra

আদালত কক্ষে জনসমাগম এড়াতেই খাস কামরায় বসে মামলার আদেশ দিবেন বিচারপতি

উন্মুক্ত কোর্টে শুনানি না করে খাস কামরায় বসে মামলার আদেশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন হাইকোর্টের একটি বেঞ্চ। সোমবার (২৩ মার্চ) সকালে বিচারপতি আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ সিদ্ধান্তের কথা জানান। এ সময় সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি এম আমিন উদ্দিন উপস্থিত ছিলেন।

বেঞ্চের সিনিয়র বিচারপতি আশরাফুল কামাল জানান, তারা কালকে পরীক্ষামূলক খাস কামরায় বসে মামলার আদেশ দেবেন। মামলার আবেদন এ সংশ্লিষ্ট আইনজীবীরা মোবাইল নম্বর রাখা হবে। মামলার সম্পৃক্ত এবং আইনি কোনো বিষয়ে জানার প্রয়োজন হলে মোবাইলের মাধ্যমে তারা জেনে নেবেন। এ ক্ষেত্রে কোনো পক্ষই যেন ভুক্তভোগী না হন, সে বিষয়টিও তারা দেখবেন বলে জানান আদালত।

আদালত কক্ষে জনসমাগম এড়াতেই এ সিদ্ধান্ত বলেও জানিয়েছেন বিচারপতিরা। তারা বলেছেন, আমাদেরও তো নিরাপত্তার প্রয়োজন রয়েছে।