Site icon Aparadh Bichitra

জানালা দিয়ে ঝাঁপ দিলেন পাইলট

বিমানে এক করোনাভাইরাসে আক্রান্ত যাত্রী আছে সন্দেহে আতঙ্কে এক পাইলট জানালা দিয়ে ঝাঁপ দিয়েছেন। গত শুক্রবার পুনে থেকে দিল্লিগামী এয়ার এশিয়ার একটি বিমানের পাইলট এ কাণ্ড ঘটে।ভারতে বাড়ছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা, বিভিন্ন রাজ্যে লকডাউন পরিস্থিতি চলছে।

এই করোনার ভয় এতটাই ভয়ঙ্কর আকার ধারণ করেছে যে এয়ার এশিয়ার পুনে থেকে দিল্লিগামী বিমানের পাইলট পর্যন্ত ছেলেমানুষের মতো কাজ করে বসলেন।

এয়ার এশিয়ার যে বিমানটি তিনি চালাচ্ছেন তাতেই সওয়ার হয়েছেন এমন এক যাত্রী যার শরীরে করোনাভাইরাসের লক্ষণ রয়েছে, তা জানার পরই ঘাবড়ে যান পাইলট। ভয় পেয়ে গেছিলেন ওই বিমানে সওয়ার অন্য যাত্রী এবং বিমানের অন্যান্য কর্মীরাও। কিন্তু পাইলট যা করলেন তা একরকম নজিরবিহীন।

বিমানটি অবতরণের পর তার সাধারণ দরজা দিয়ে না বেরিয়ে পাইলট-ইন-কমান্ড বেছে নিলেন ককপিটের “সেকেন্ড এক্সিট” অর্থাৎ দ্বিতীয় দরজা দিয়ে রীতিমতো বাইরে ঝাঁপ দিলেন তিনি।

ভারতে করোনাভাইরাসে এ পর্যন্ত সাত জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯৬ জনে। রবিবার নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৮১ জন।