মৃত্যু পরিসংখ্যান লুকাচ্ছে চীন

0
1148

করোনা ভাইরাস মূলত চীন থেকে শুরু হয়েছে এবং এখন পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে। চীনের মতে, এতে প্রায় তাদের ৪ হাজার লোক মারা গেছে। তবে এখন যে তথ্য বেরিয়ে এসেছে তা অত্যন্ত ভয়ানক। চীন সম্পর্কে বলা হচ্ছে যে চীন সঠিক পরিসংখ্যান দিচ্ছে না, মিথ্যা বলছে। চীন পরিসংখ্যান লুকিয়ে ভুয়ো তথ্য দিচ্ছে বলে দাবি করা হয়েছে।

ভারতে যেমন জিও, এয়ারটেল, আইডিয়া, ভোডাফোন-এর মতো কয়েকটি বড় মোবাইল সংস্থা রয়েছে, তেমনই চীনেও তিনটি বড় মোবাইল সংস্থা রয়েছে। এই মোবাইল সংস্থাগুলি একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে। রিপোর্ট অনুযায়ী, ২০২০ সালের জানুয়ারির আগে প্রতি মাসে গ্রাহক সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল, তবে জানুয়ারি থেকে মার্চের মধ্যে ১ কোটি ৫০ লক্ষ’র বেশি সক্রিয় গ্রাহককে তারা হারিয়েছে।

এই জাতীয় আরও বেশি লোক যারা প্রতিদিন মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করত, এখন তদের কোনো খোঁজ খবর নেই। কেউই জানে না কোথায় গেল সেই গ্রাহকরা। তারা সকলেই সক্রিয় ব্যবহারকারী ছিল তবে তাদের সকলের মোবাইল এখন বন্ধ রয়েছে।

শুধু তাই নয়, উহান শহরে বেশকিছু জায়গায় যেখানে হাজার হাজার লোকের বাস সেখানে এখন আলো জ্বলে না। অথচ বিদ্যুৎ বিতরণের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। এখন যদি ধরে নেওয়া যায় যে ১ কোটি ৫০ লক্ষ মানুষ ২ টি করে মোবাইল ফোন ব্যাবহার করতেন তাহলেও ৭৫ লক্ষ মানুষের কোনো খোঁজ নেই ! যদি সকলে ৪ টি করে মোবাইল ব্যাবহার করতেন তাহলেও ৩৭ লক্ষ মানুষ নিখোঁজ!

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

twelve + 18 =