Site icon Aparadh Bichitra

ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোতে কয়েক মিলিয়ন মানুষ মারা যেতে পারেন

U.N. Secretary-General Antonio Guterres talks during a news conference at the end of a summit, to address Palestinian UNWRA funding crisis, at the U.N. Food and Agriculture Organization (FAO) headquarter in Rome, Italy March 15, 2018. REUTERS/Remo Casilli

করোনা ভাইরাসে বিশ্বের দরিদ্র দেশগুলোর কয়েক মিলিয়ন মানুষের মৃত্যু হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। বৃহস্পতিবার জাতিসংঘের মহাসচিব এমন শঙ্কা প্রকাশ করেন।

অ্যান্তনিও গুতেরেস বলেন, আমরা যদি দাবানলের মত এই ভাইরাস ছড়িয়ে দিতে থাকি এবং কোন রকম পরীক্ষার ব্যবস্থা না থাকে তাহলে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোতে কয়েক মিলিয়ন মানুষ মারা যেতে পারেন।

এসময় জাতিসংঘের মহাসচিব বিশ্বের ধনী ২০ দেশকে দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এছাড়া দরিদ্র দেশগুলোর সাহায্যে বিশ্বব্যাংক, আইএমএফ’র মতো দাতা সংস্থাগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব।