মারা যাওয়া বৃদ্ধকে চিকিৎসা দেয়া চিকিৎসকও করোনায় আক্রান্ত মিরপুর

0
841

রাজধানীর মিরপুরের টোলারবাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া বৃদ্ধকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন যে চিকিৎসক তিনিও আক্রান্ত হয়েছেন (করোনা পজিটিভ)। রবিবার রাতে চিকিৎসকের পারিবারিক বন্ধু ডা. শরীফ বাংলা এ তথ্য নিশ্চিত করেছেন। তবে ওই চিকিৎসক আগের চেয়ে ভালো আছেন বলে জানা গেছে। ওই আক্রান্ত চিকিৎসক বলেন, ‘আমি এখন ভালো আছি। আপনারা আমার জন্য দোয়া করবেন।’ওই চিকিৎসকের পারিবারিক বন্ধু ডা. শরীফ বাংলা বলেন, ‘যে বৃদ্ধ মারা গেছেন তার চিকিৎসা দিয়েছেন আক্রান্ত ডাক্তার। গতকাল (শনিবার) সকাল থেকেই তার সমস্যা শুরু হয়েছিল।

আজ (রবিবার) দুপুর নাগাদ শ্বাসকষ্ট শুরু হয়। এরপর তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে নেয়া হয়। চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি আপাতত ভালো আছেন। তাকে এখন হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে।’

উল্লেখ্য, তিনি ডেল্টা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হিসেবে টোলারবাগের ওই বৃদ্ধকে চিকিৎসা দিয়েছিলেন। তার পরিবারের সদস্যরা এখনও হোম কোয়ারেন্টিনে আছেন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার মারা যাওয়া মিরপুরের টোলারবাগের ওই বৃদ্ধ ছিলেন দেশে করোনায় আক্রান্ত দ্বিতীয় রোগী।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

ten + seventeen =