Site icon Aparadh Bichitra

সব হাসপাতালে চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাইকোর্টে রিট

দেশের সব বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ এ রিট দায়ের করেন। বিচারপতি ওবায়দুল হাসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে এ রিট দায়ের করা হয়েছে।

অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, ‘রিটে সব বেসরকারি হাসপাতালের সামনে ‘ইউরো জোন’ স্থাপনের নির্দেশনা চাওয়া হয়েছে।

ইউরো জোনে কোনো রোগীর করোনা উপসর্গ প্রকাশ পেলে তাকে নির্ধারিত হাসপাতালে পাঠাতে হবে। অন্য রোগের চিকিৎসা সংশ্লিষ্ট হাসপাতালকে দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।’

স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।