দাগনভূইয়া উপজেলা হঁট লাইনে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন, ইউএনও রবিউল হাসান ও পৌরমেয়র ওমর ফারুক খান

0
436

মাসুদ রানা: কোভিড-১৯ করোনা সারাবিশ্বে এক আতঙ্কের নাম বিশ্ব নেতৃবৃন্দ এই মরণঘাতী ভাইরাসের বিরুদ্ধে আমরণ লড়াই করে যাচ্ছেন।  কোনো কূলকিনারা পাচ্ছেন না ।গত ৮ মার্চ ২০২০ইং বাংলাদেশে প্রথম এ করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান মিলে।ঠিক তখনি দিশেহারা হয়ে পড়ে অসংখ্য কর্মহীন মানুষ তারই ধারাবাহিকতায় সময়ের জনপ্রিয় মানবিকতার দুই উজ্জল নক্ষত্র ,ফেনী জেলার দাগনভূইয়া উপজেলার নির্বাহী অফিসার জনাব,রবিউল হাসান ও দাগনভূইয়া উপজেলার পরিশ্রমী কর্মঠো মানবিক মেয়র জনাব,ওমর ফারুক খান ও দাগনভূইয়া উপজেলার সুযোগ্য চেয়ারম্যান জনাব দিদারুল কবির রতন,সহ প্রতিনিয়ত নিরলস কাজ করে যাচ্ছেন অনেক নেতা কর্মী।আজ ২১মে শুক্রবার দাগনভূইয়া উপজেলার নির্বাহী অফিসার জনাব রবিউল হাসান ও পৌর মেয়র মাননীয় প্রধানমন্ত্রী দেয়া শিশুদের জন্য ঈদ উপহার দাগনভূইয়া উপজেলার বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে নিজেদের হাতে অসহায় হতদরিদ্র গরীব পরিবারের মধ্যে শিশু ঈদ উপহার টি তুলে দেন,

ইউএনও রবিউল হাসান ও ও পৌর মেয়র ওমর ফারুক খান। শিশু উপহার সামগ্রী দান কালে ইউএনও ও পৌর মেয়র সাংবাদিকদের বলেন, বলেন, সরকারি উদ্যােগের পাশাপাশি,

বেসরকারি উদ্যোগের মানুষ মানুষের জন্য নিজ উদ্দ্যাগে এই পরিস্থিতিতে সকলকে এগিয়ে আশার ও আহ্বান জানিয়েছেন ও মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া কামনা করে সকলকে যতটুকু সামথ্য অনুযায়ী এগিয়ে আশা খুব জরুলী বলে মনে করেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

16 − one =