Site icon Aparadh Bichitra

করোনায় আক্রান্ত ভোক্তা অধিকার অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার

নিজস্ব প্রতিবেদক : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার তাঁর করোনা পজেটিভ ফল এসেছে বলে রোববার দুপুরে নিজেই দৈনিক শিক্ষাডটকমকে জানিয়েছেন। বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব চৌকস কর্মকর্তা বাবলু কুমার জানান, সামান্য জ্বর হওয়ায় সন্দেহবশত তিনি পরীক্ষা করান। এতে পজেটিভ আসে। তিনি আরও জানান, জ্বরের জন্য সাধারণ ওষুধ দিয়েছেন ডাক্তার। শনিবার রাত থেকে জ্বরের তীব্রতা বেড়েছে। এখন রাজধানীর বাসাবো এলাকার নিজের বাড়ীতেই অবস্থান করছেন। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের চলমান তদারকি অভিযান মনিটরিং করতে নিজেই মাঠে নেমেছিলেন বাবলু কুমার সাহা। এছাড়া করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সরকারি ছুটির মধ্যেও শুক্র-শনিবারসহ সপ্তাহের প্রায় প্রতিদিনই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খোলা ছিলো।

গত বছর  সেপ্টেম্বর মাসে তিনি মহাপরিচালক পদে যোগ দেয়ার আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে ছিলেন। তারও অনেক আগে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব পদে ছিলেন।

এর আগে একই অধিদপ্তরের পরিচালক শাহরিয়ার করোনা আক্রান্ত হন।