বালিয়ামারী বিজিবি’র অভিযানে মাদকসহ আটক ২

0
506

মাজহারুল ইসলাম: কুড়িগ্রামের, রৌমারী ও রাজিবপুর সীমান্তে বিজিবির, জনবল ও টহল কার্যক্রম বৃদ্ধি করায় বিপাকে পড়েছে রাজিবপুর-রৌমারীসহ দুই উপজেলার সক্রিয় মাদক ব্যবসার সাথে সংশ্লিষ্টরা। । গতকাল কুড়িগ্রাম জেলার রাজিবপুর- রৌমারীর দুইজন ইয়াবা ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করে রাজিবপুর থানায় হস্তান্তর করা হয়। জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অধীনস্থ বালিয়ামারী ক্যাম্পের হাবিলদার আরিফ খান এর নেতৃত্বে ০৪ সদস্যের একটি টহলদল নিজস্ব,তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ১০৭২/এমপি হতে আনুমানিক ৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে জালছেড়া মোড় নামক স্থানে রাত আনমানিক ৮টার দিকে মাদকসহ আটক করা হয়।। এ সময় মাদককারবারীরা অতিদ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও টহলদল কেীশলে ২ আসামীকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে তাদের তল্লাশী করে  একজনের (১৮০ পিস ) ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ১টি মোবাইল ফোন পাওয়া যায়। অপরজনের কাছ থেকেও (৯৫ পিস) ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। আটককৃত আসামীরা হলেন রাজিবপুর উপজেলার-কলেজপাড়া গ্রামের আব্দুল গনি শেখের,পুত্র , সিরাজুল ইসলাম (দৌলা) (২৭) রৌমারী উপজেলার

যাদুরচর ইউনিয়নের আলগার চর গ্রামের ইছাব উদ্দিন এর পুত্র বাহারাম বাদশা (৩০)সহ দুইজনকে আটক করে রাজিবপুর থানায় হস্তান্তর করা হয়। এলাকা সুত্রে জানা গেছে,তারা মাদকের একজন বড় ডিলার এবং দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়ে মাদকের ব্যবসা করে আসছিল।

আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করে ইয়াবাসহ রাজিবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এবিষয় ৩৫ বিজিবির অধিনায়ক লে, কর্নেল এস এম আজাদ জানান আমরা প্রায় প্রতিদিন মাদককারবারীদের আটক করে আসছি, এবং আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়। তিনি আরোও বলেন মাদকের বিরুদ্ধে আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

three × 3 =