Site icon Aparadh Bichitra

কাজিপুরে কৃষক প্রশিক্ষণ- ২০২০ অনুষ্ঠিত

কাজিপুর প্রতিনিধি: চলোমান করোনা পরিস্থিতিতে থেমে  নেই কাজিপুর কৃষি সম্প্রসারণ কার্যালয়ের কর্মকান্ড । কার্যালয়ের কর্মকর্তা, কর্মীরা নিয়মিত কৃষিমাঠ পরিদর্শন, কৃষকদের পরামর্শ, কৃষকদের মাঝে সার বীজ বিতরণসহ নানামুখী কর্মকান্ডের পাশাপাশি বিভিন্ন সময়ে ত্রাণ বিতরণে উপজেলা কৃষি কর্মকর্তা মো ঃ রেজাউল করিম সহ অন্যান্য কর্মকর্তাগণ ট্যাগ অফিসার হিসাবে দায়িত্ব পালন করছেন। কৃষিখাতের উন্নয়ন ও কৃষকদের অধিক সুবিধা প্রাপ্তির জন্য সরকার নানামুখী পদক্ষেপ গ্রহন করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার সকালে শুভগাছা ইউনিয়নে শুভগাছা সরকারি বিদ্যালয় কক্ষে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায়  ক্ষুদ্র ও প্র্রান্তিক কৃষকদের নিয়ে কৃষক প্রশিক্ষণ ২০২০ অনুুুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ কর্মসূচীটি উক্ত ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান খোকার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণে কৃষকদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর সিরাজঞ্জের  উপপরিচালক কৃষিবিদ মো: হাবিবুল হক। বিশেষ অতিথি হিসাবে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রেজাউল করিম বক্তব্য রাখেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মতর্তা প্রসেনজিৎ তালুকদার ও উপসহকারি কৃষি কর্মকর্তাবৃন্দ। উক্ত প্রশিক্ষণে ৩০ জন কৃষাণ কৃষাণীকে সামাজিক দুরত্ব বজায় রেখে প্রশিক্ষণ প্রদান করা হয়।