বাবাকে পেতে কাঁদছে দুই শিশু

0
542

সংসার জীবনে অসহায় হয়ে পড়েছেন শরিফা ও তার শাশুড়ি মাহফুজা বেগম। দুই শিশু কন্যাকে নিয়ে গৃহবধূ শরীফা দিনের পর দিন নিখোঁজ স্বামীর পথ চেয়ে বসে রয়েছেন। স্বামীকে ফিরে পেতে সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সর্বস্তরের সহযোগিতা কামনা করেছেন। দুই মেয়েকে নিয়ে তিনি বর্তমানে তার বাবার বাড়ি বগুড়া সদরের নিশিন্দারা ইউপির চাঁদপুর (কুমার গাড়ীপাড়া) গ্রামে বসবাস করছেন। স্বামীর নিখোঁজের বিষয়ে শরিফা আকতার গত ১৯ জানুয়ারিতে বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। নিখোঁজ মাহমুদ হাসান সরকার গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার রহলা গ্রামের প্রয়াত আব্দুস সামাদ সরকারের ছেলে। তিনি গত জানুয়ারি মাসের ১০ তারিখে নিজের কর্মস্থল কমপিষ্ট টেক্সটাইল মিলে গিয়ে আর ফিরে আসেনি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। কর্মস্থলসহ সম্ভাব্য সকল স্থানে পরিবারের পক্ষে অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ মাহমুদ হাসান সরকার গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার রহলা গ্রামের মৃত আব্দুস সামাদ সরকারের ছেলে। স্বামীকে ফিরে পেতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়েছেন তার স্ত্রী।

বুধবার (২৯ মে) এক সংবাদ সম্মেলনে শরিফা আক্তার জানান, ৩য় শ্রেণীর ছাত্রী মাহিশা মেহজাবিন আর দেড় বছরের আফিয়া ফাইরোজ (নুজহাত) তাদের বাবাকে ফিরে পেতে চায়।

প্রতিদিনই বাবার জন্য মেয়ে দুটো কান্না করছে। তাদের কান্না চেপে রাখার কোনো উপায় খুঁজে পাচ্ছেন না মা শরীফা।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

sixteen + six =