শেখ ফজলে ফাহিম সার্ক চেম্বারের সহ-সভাপতি

0
416

এজাজ রহমান: সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিআই) সহসভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন এফবিসিসিআই (ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি) সভাপতি শেখ ফজলে ফাহিম। ২০২০-২১ মেয়াদের জন্য তাকে এ পদে সার্ক সিসিআই ন্যাশনাল মেম্বার বডি এই মনোনয়ন দিয়েছে। এফবিসিসিআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়। শেখ ফাহিম বর্তমানে কনফেডারেশন অব এশিয়া প্যাসিফিক চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্টের দায়িত্বও পালন করছেন। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২৬টি জাতীয় চেম্বার সংগঠনের প্রতিনিধিত্ব করারও অভিজ্ঞতার রয়েছে তার।

এছাড়াও ডি-৮ চেম্বার অব কমার্সের নির্বাহী কমিটির সদস্য, কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলের (সিডব্লিউইআইসি) গ্লোবাল অ্যাডভাইজরি কাউন্সিল সদস্য, সিল্ক রোড চেম্বার অব ইন্টারন্যাশনাল কমার্সের অ্যাডভাইজার বোর্ডের সদস্যের দায়িত্বও পালন করেছেন তিনি।

শেখ ফজলে ফাহিম যুক্তরাষ্ট্রের সেন্ট অ্যাডওয়ার্ড ইউনিভার্সিটি ইন অস্টিন, টেক্সাস থেকে ইকোনমিকস বিষয়ে øাতক এবং পলিটিক্যাল ইকোনমি ইন লিবারেল আর্টস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

নতুন দায়িত্ব পেয়ে শেখ ফাহিম বলেন, ‘৮ দেশের সমন্বিত শক্তিকে কাজে লাগিয়ে করোনা পরবর্তী সময়ে আমাদের ১.৮ মার্কিন ডলারের বাজারের দিকে বিশেষ নজর দিবে সার্ক সিসিআই বোর্ড।’

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

4 × 3 =