কালিহাতীতে পাঁচ মিষ্টান্ন ভান্ডারকে ৫০ হাজার টাকা জরিমানা

1
10773

সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখার দায়ে টাঙ্গাইলের কালিহাতীতে পাঁচ মিষ্টান্ন ভান্ডারের মালিককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান। মঙ্গলবার (১৬ জুন) বিকেলে কালিহাতী বাসস্ট্যান্ডে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতের দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান জানান, সরকারি নির্দেশনা অমান্য করে বিকাল ৪ টার পরে দোকান খোলা রাখার দায়ে সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ অনুযায়ী কালিহাতী বাসস্ট্যান্ডের বিনিময় হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিককে ১০ হাজার, দয়াময়ী রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানি হাউজের মালিককে ১০ হাজার, নিমন্ত্রণ মিষ্টান্ন ভান্ডারের মালিককে ১০ হাজার,

মিষ্টি মুখের মালিককে ১০ হাজার এবং টাঙ্গাইল পোড়াবাড়ী চমচম ঘরের মালিককে ১০ হাজার টাকা মোট ৫০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে। সরকারি নির্দেশনা বাস্তবায়নে ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

three − three =