হাজী খায়ের আহামদ সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপন কর্মসূচিতে বক্তারা

0
637

পরিবেশের ভারসাম্য রক্ষায় সবুজায়নের কোন বিকল্প নাই, আসুন সবুজের সাথে বন্ধুত্ব আরও সুদৃঢ় করি জনবহুল রাষ্ট্র হিসেবে বাংলাদেশে যে বনভূমি থাকা প্রয়োজন সে পরিমান বনভূমি বর্তমানে নাই। প্রয়োজনে অপ্রয়োজনে মানুষ বনভূমি উজার করছে। প্রয়োজনের তুলনায় গাছ, বন, জঙ্গল না থাকায় দূষিত হচ্ছে বিশ্ব পরিবেশ। প্রাণী জগতের অস্তিত্ব রক্ষায় বন, জঙ্গল, বৃক্ষ উম্মক্ত অক্সিজেন সরবরাহ করে। অক্সিজেন নিঃষরণ কার্বনডাইঅক্সাইড গ্রহনে বৃক্ষ ও মানুষের মাঝে রয়েছে অদৃশ্য ও অবিচ্ছেদ্য নিবিড় সম্পর্ক। তাছাড়া বৃক্ষ মানুষের জীবন ও জীবিকার অপরিহার্য অংশ। পরিবেশের ভারসাম্য রক্ষায় সবুজায়নের কোন বিকল্প নাই। নিজে বাঁচতে ও বিশ্বকে বাঁচাতে আসুন সবুজের সাথে বন্ধুত্ব আরও সুদৃঢ় করি।

অত্র এলাকার বিভিন্ন বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ও মুক্তিযোদ্ধা হাজী খায়ের আহামদ সাহেব বৃক্ষ প্রেমিক মানুষ ছিলেন। প্রতি বৎসর তিনি গাছ লাগাতেন।

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, রাঙ্গুনিয়ার হরিহর ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, পদুয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার, দণি রাঙ্গুনিয়া পদুয়া ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সদস্য, হরিহর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল হইতে পরিচালনা কমিটির সদস্য, হরিহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি,

বিশিষ্ট শিানুরাগি ও সমাজ সেবক হাজী খায়ের আহামদ (প্রকাশ হাজী সাহেব) এর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী স্মরণে হাজী খায়ের আহামদ সমাজ কল্যাণ পরিষদ এর উদ্যোগে ১ জুলাই বিকাল ৫ ঘটিকায় হরিহর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ফলজ চারাগাছ রোপন করার মধ্য দিয়ে বৃ রোপন কর্মসূচি উদ্বোধন করার সময় উপস্থিতিগণ উপরোক্ত কথাগুলো বলেন।

এ সময় উপস্থিত ছিলেন হাজী খায়ের আহামদ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি, হরিহর ৩ নং ওয়ার্ড আওয়ামিলীগ এর সাবেক সভাপতি মাষ্টার নেপাল চন্দ্র বনিক, ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য বাচা মিয়া, বাবু মুকুল বড়ুয়া, বিকাশ বড়ুয়া, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ নাসির উদ্দীন, হরিহর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোঃ নাজিম উদ্দিন। পদুয়া ইউনিয়ন ছাত্রলীগের জাহেদ, জাবেদ, হরিহর ছাত্রলীগের ইমন, মিজান, রায়হান ও সবল বডুয়া প্রমুখ।

উল্লেখ্য যে, বিশিষ্ট সমাজসেবক হাজী খায়ের আহামদ (হাজী সাহেব) ২০১৪ সালের ২৭ জুন শুক্রবার দক্ষিন রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের হরিহর গ্রামস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেছিলেন। তিনি একজন মানবতাবাদী নিঃস্বার্থবান সমাজ সেবক ছিলেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

3 × 5 =