Site icon Aparadh Bichitra

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মতিউর রহমান খান এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়

আজমিরীগঞ্জ প্রতিনিধিঃঃ আজ ০৫ আগস্ট ২০২০ খ্রিঃ বুধবার আজমিরীগঞ্জ উপজেলার আজমিরীগঞ্জ বাজারে দুপুর ১২.৩০ মিনিটে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মতিউর রহমান খান এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা করায় ০৪ টি প্রতিষ্ঠানকে অর্থদন্ড প্রদান করা হয়। এবং সেই সাথে ভোক্তা অধিকার সংরক্ষণ না করায় ০১ টি প্রতিষ্ঠান এবং রাস্তার উপর মোটর সাইকেল পার্কিং করায় ০১ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়। স্বাস্থ্যবিধি না মানায় সংক্রামক রোগ (প্র.নি.নি) আইন, ২০১৮  অনুসারে ফিরোজ সিকদারকে ২০০০ টাকা, মৃনাল কান্তি রায় কে  ৩০০০ টাকা, আবু সালেহ কে  ১০০০ টাকা, 

প্রদীপ গোপ কে  ৩০০০ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে রিতেশ রায়কে  ১০০০ টাকা ও  দন্ডবিধি, ১৮৬০ অনুসারে ইমরান হোসেনকে ২০০ টাকা অর্থদন্ড  প্রদান করা হয়। এছাড়া বেশ কয়েকটি দোকানে তল্লাশি চালিয়ে কারেন্ট জাল বিক্রি হচ্ছে কি না, যাচাই করা হয়।

 মোবাইল কোর্ট অভিযানে আজমিরীগঞ্জ থানা এস আই ইকবাল হুসেন সহ একদল পুলিশ সহযোগিতা করে। আইনের শাসন রক্ষার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।