মহেশখালীতে ভূমিদস্যুদের হামলায় আহত বনকর্মকর্তা ইউসুফের মৃত্যু

0
584

স্টাফ রিপোর্টার:  মহেশখালীর কেরুনতলীতে ভূমিদস্যুদের হামলায় আহত বনকর্মকর্তা ইউসুফ উদ্দিন (৩০) মৃত্যু বরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার (৬ আগষ্ট) ভোর ৫ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ খবর জানিয়েছেন কক্সবাজার উত্তর বনবিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা ও বিশেষ টহল দলের অফিসার ইনচার্জ (ওসি) ইমদাদুল হক। ইউসুফ উদ্দিন চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের মহেশখালী রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা ছিলেন।

জানা গেছে, ৩০ জুলাই-২০২০ মহেশখালী বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা ইউসুফের নেতৃত্বে একদল বনকর্মী চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের আওতাধীন মহেশখালী রেঞ্জের কেরুনতলী বিটের হোয়ানক ইউনিয়নের করইবুনিয়া নামক পাহাড়ী এলাকায় সংরক্ষিত বন অঞ্চলে অভিযান চালায়। এসময় স্থানীয় ভূমিদস্যু কতৃর্ক সরকারি জমি দখল করে গড়ে তোলা পানের বরজ নির্মাণে বাঁধা দেয় বন কর্মিরা। ভূমিস্যুদের সাথে কথা-কাটাকাটির এক পর্যায়ে অভিযান চালাকালীন সময়ে ভূমিদস্যুরা জোটবদ্ধ হয়ে বন কর্মিদের উপর অতর্কিত হামলা চালায়। এতে বনকর্মীরা নিজেদের আত্মরক্ষার্থে কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। এতে নাটকীয়ভাবে কেবল সহকারী রেঞ্জ কর্মকর্তা ইউসুফ উদ্দিনকে গুরুতর জখম করা হয় বলে বিভিন্ন সোস্যাল মিডিয়ায় চাউর হয়েছে।

এছাড়া কেরুনতলী বিট কর্মকর্তা আহসানুল কবির, বন বিভাগের নৌকা চালক জিয়া রহমান সহ আরো কয়েকজন বন কর্মকর্মী আহত হন। এ ঘটনায় মহেশখালী থানা মামলা করেন রেঞ্জ কর্মকর্তা সুলতানুল আলম চৌধুরী।

বনকর্মকর্তা ইউসুফ উদ্দিন হত্যার সুষ্ঠ তদন্তের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মদদ দাতা ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য জোর দাবি  জিনিয়েছে প্রাক্তন ছাত্র পরিষদ ও এফএসটিআই চট্টগ্রাম। 

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

3 × 4 =