Site icon Aparadh Bichitra

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে জাতীয় স্বাধীনতা পার্টির শ্রদ্ধাঞ্জলী

১৫ আগষ্ট ২০২০ শনিবার সকাল ১০:৩০ টায় জাতীয় স্বাধীনতা পার্টির উদ্যোগে “১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী” দেয়া হয়। এসময় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান জননেতা মিজানুর রহমান মিজু বলেন, “আজ বাঙালি জাতির কান্নার দিন। ১৯৭৫ সালের এই দিনে ভোররাতে সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপথগামী সদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। স্বাধীনতার এত বছর পর এসে ১৫ই আগষ্টের পেতাত্মারা এখনো আমাদের দেশে সক্রিয়। প্রতিনিয়তই তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা ১৫ আগষ্টের কুশীলবদের সামাজিকভাবে বয়কটের জন্য জনগনের কাছে আহŸান জানাই। পাশাপাশি বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে অবিলম্বে রায় কার্যকরের জোর দাবি জানাচ্ছি।”

উপস্থিত ছিলেন জাতীয় স্বাধীনতা পার্টির সি: ভাইস চেয়ারম্যান সাবিনা জাহান খুশি, ভাইস চেয়ারম্যান রতন কৃষ্ণ ধর, উত্তম কুমার চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুজন কুমার ভট্টাচার্য,

উপদেষ্টা লায়ন খান আক্তারুজ্জামান, সাংগঠন সম্পাদক মোঃ শাহাবুদ্দিন, ঢাকা দক্ষিণের সভাপতি দেলোয়ার হোসেন, উত্তরের সভাপতি ডি.কে. লালা সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।