নগরীর আট নম্বর ওয়ার্ডে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

0
381

মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত সমাজ গড়তে রংপুর সিটিকর্পোরেশনের ৮ নং ওয়ার্ড যুব সমাজের উদ্দ্যেগে চান্দকুটি হ্যালিপেড মাঠে শনিবার বিকেলে সিনিয়র ও জুনিয়র একাদশের মধ্যকার খেলা ওয়ার্ড কাউন্সিলর মামুনুর রশীদ মানিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটিকর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক এরশাদুল হক রঞ্জু,হারাগাছ থানার অফিসার্স ইনচার্জ রেজাউল ইসলাম,৯ নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম দেওয়ানী,৭ নং ওয়ার্ড কাউন্সিলর মাহাফুজার রহমান মাফু,প্রধান অতিথি মোস্তফা এলাকাবাসীর দাবির প্রতি সমর্থন জানিয়ে হ্যালিপেড মাঠকে দ্রুত সময়ের মধ্যে মিনি স্টোডিয়াম করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন,বিশেষ অতিথির বক্তিতায় রঞ্জু বলেন খেলাধুলা যুব সমাজকে মাদক,সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দূরে রাখে।খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়।

যুবসমাজ খেলাধুলার মাধ্যমে মাদক থেকে বিরত থাকতে পারে।খেলাধুলা জীবনকে সুন্দর ও পরিশীলিত করে।খেলোয়াড়দের মধ্যে সৃষ্টি হয় শৃংখলাবোধ,অধ্যবসায়,দায়িত্ববোধ ও সামাজিক কর্তব্যপরায়ণতা।

যুব সমাজকে মাদক,সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দূরে রাখার প্রয়োজনীয়তা অনুভব করে রঞ্জু বলেন,খেলাধুলা যুব সমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করে,মাদক,সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দূরে রাখে।

যুব সমাজকে যদি আমরা ক্রীড়ার সঙ্গে সম্পৃক্ত করতে পারি,তাহলে সহজেই এ দেশ থেকে মাদক,সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করা যাবে।অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

2 + 14 =