Site icon Aparadh Bichitra

ডিআইজি প্রিজন বজলুর রশিদের বিরুদ্ধে দুদকের চার্জশিট

সাময়িক বরখাস্তকৃত ডিআইজি প্রিজন মো. বজলুর রশিদের বিরুদ্ধে করা মামলার চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৬ আগস্ট) দুদকের প্রধান কার্যালয়ের উপ পরিচালক মো. নাসির উদ্দীন ঢাকার সংশ্লিষ্ট বিশেষ জজ আদালতে এ চার্জশিট জমা দেন।

চার্জশিটে বলা হয়েছে, আসামি বজলুর রশীদ স্বনামে/বেনামে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ ৩ কোটি ১৪ লাখ ৩৫ হাজার ৯০২ টাকা মূল্যের সম্পদ অর্জন করেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ২০ অক্টোবর দুদকের উপপরিচালক মো. সালাউদ্দিন বাদী হয়ে মো. বজলুর রশিদের বিরুদ্ধে মামলাটি করেন। একই দুদক পরিচালক মো. ইউসুফের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেফতার করে। ওইদিনই তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়।