Site icon Aparadh Bichitra

বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

রাজধানীর কামরাঙ্গীরচরের মোমিনবাগ এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে আবুল কাশেম (২৯) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তির ভাগ্নে সজীব জানান, কামরাঙ্গীরচরের মোমিনবাগ এলাকায় দেয়ালে আস্তরণের কাজ করছিলেন তার মামা। গরম লাগায় ফ্যানের সুইচ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আবুল কাশেমের বাড়ি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায়। তার বাবার নাম জয়নাল আবেদিন। কামরাঙ্গীরচরের মজিবর ঘাট এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি। তার দুই ছেলে সন্তান রয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।