সিরাজগঞ্জের উল্লাপাড়া এলাকায় ০৮ জন অসাধু ব্যবসায়ীকে জরিমানা করেছের্যাব-১২

0
315

আখতার রহমান: সিরাজগঞ্জের উল্লাপাড়া এলাকায়  ০৮ জন অসাধু ব্যবসায়ীকে  ৪,৬৫,০০০/-জরিমানা করেছে র‌্যাবের -১২ এর ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৬ সেপ্টেম্বর ২০২০) ১০.৩০ ঘটিকা হতে ২০.০০ ঘটিকা পর্যন্ত গোপন সাংবাদের ভিত্তিতে সদর কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার (মিডিয়া অফিসার) , সহকারী পুলিশ সুপার মোŦ এরশাদুর রহমান এর নেতৃতে র‌্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানা এলাকায় খাবার হোটেল ,মিষ্টির দোকান,বেকারিতে অভিযান পরিচালনা করেন। এসময়ে নি¤œমানের খাবার পরিবেশন ও ওজনে কম দেওয়ায় , নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রয় করার দায়ে এবং সরকার কর্তৃক নির্দেশিত স্বাস্থ্যবিধি না মানায় ০৮টি দোকানের মালিককে  আটক করা হয়।

পরবর্তীতে আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট থানার এক্সজিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ফয়সাল আহমেদ এর আদালতে হাজির করা হলে আদালত নি¤েœবর্ণিত ব্যক্তিদেরকে বিভিন্ন অর্থ দন্ডে দন্ডিত করেন ঃ

অর্থ দন্ডে দন্ডিত ব্যক্তিরা হলেন ঃ ১। মোঃ আইনুল হক  (৪৪),  ১,০০,০০০/- ২। মোঃ হাবিবুর রহমান  (৪৫),  ১,০০,০০০/- ৩। শামসুল ইসলাম সাবান (৫০) ২০,০০০/- , ৪। রবিউল করিম (৪৫),  ১,৪০,০০০/- ৫।শ্রী আনন্দ ঘোষ(৫০)  ১০,০০০/- ৬। প্রদীপ ঘোষ(৫৫), ৫,০০০/-৭। রঞ্জন গেঘোষ (৪০),  ৭,০০০/-

৮।আব্দুর রহমান (৫৫),  ২০,০০০/- উল্লেখিত ব্যক্তিদের আইন বিএসটিআই(২০১৮) ৩১ ধারায়, ওজন ও পরিমাপক নিয়ত্রন আইন(২০১৮), ২৪(৩)/৪১ এবং খাদ্য নিরাপত্তা আইন (২০০৯) ৪৩ ধারায় মোতাবেক সর্বমোট ৪,৬৫,০০০/- জরিমানা করা হয়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

4 × 3 =