Site icon Aparadh Bichitra

চট্টগ্রামের ফটিকছড়িতে যুবলীগের দুই গ্রুপে সংঘর্ষে নারীসহ আহত ১১

চট্টগ্রামের ফটিকছড়িতে যুবলীগের দুই গ্রুপে সংঘর্ষে তিন নারীসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। এ ঘটনায় চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার সুন্দরপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সুন্দরপুর ইউনিয়নে যুবলীগ নেতা মহিউদ্দিন ও শহিদুল্লাহ গ্রুপের মধ্যে দীর্ঘদিন নানা বিষয়ে বিরোধ চলে আসছে। গতকাল যুবলীগ নেতা শহিদুল্লাহর পক্ষের এক কর্মীকে মারধরের জের ধরে আরেক যুবলীগ নেতা মহিউদ্দিন গ্রুপের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন। তাদের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন-ইদ্রিস (৫১), আমান উল্লাহ (৩০), বেনুরা বেগম (৭০), জেসমিন আকতার (৩০), মিনা আকতার (২৬), নাজিম (৪০), নয়ন (২০), শহিদুল্লাহ (৪৫), ইসমাইল (২২), মনা (৩০), খতিজা বেগম (৭০)।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আকতার বলেন, সুন্দরপুরে দুই গ্রুপের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে।