হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় নিয়ে আসায় কৃষক লীগ নেতা মাহফুজের নেতৃত্বে আবু জাহির এমপিকে সংবর্ধনা ও আনন্দ মিছিল

0
367

হবিগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশের ৭ম কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপিত হচ্ছে হবিগঞ্জে। ইতিমধ্যে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন সংসদে পাশ হয়েছে। হবিগঞ্জবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবে রূপদান করতে যাচ্ছেন হবিগঞ্জের বারবার নির্বাচিত সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। সেই শুভ সংবাদে হবিগঞ্জ শহরে বিশাল আনন্দ মিছিল করেছে হবিগঞ্জ জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসএ মাহফুজের নেতৃত্বে শতশত নেতাকর্মী। হবিগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড অনন্তপুর এলাকা থেকে বিশাল আনন্দ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। পরে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনে অনন্য ভূমিকা রাখায় হবিগঞ্জ সদর আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহিরকে তার বাসায় গিয়ে সংবর্ধনা দেয়া হয়। কৃষকলীগের পক্ষ থেকে দেয়া হয় উন্নয়নের প্রতীক নৌকা। এসময় জেলা কৃষকলীগের সভাপতি আলহাজ্জ হুমায়ূন কবির রেজা, জেলা যুবলীগের প্রচার সম্পাদক মোঃ আলমগীর দেওয়ান, জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক শামাল আহমেদ, সমবায় বিষয়ক সম্পাদক মোঃ আমিন প্রধান, কার্য নির্বাহী কমিটির সদস্য শেখ জহিরুল ইসলাম ইমন,

পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাসুক মিয়া, ৯নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি জামাল তালুকদার, সহ-সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক হেলাল মিয়া, পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শাহিন মিয়া, পৌর কৃষকলীগ নেতা ওয়াহিদ আলী, প্রমূখ উপস্থিত ছিলেন।

সংবর্ধনার জবাবে এমপি এডভোকেট আবু জাহির বলেন- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্টিত হওয়ায় সার্বিকভাবে হবিগঞ্জবাসী উপকৃত হবে। কৃষি বিজ্ঞানী বের হয়ে দেশের কৃষিতে শিক্ষার্থীরা অবদান রাখবে। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে শুধু বাংলাদেশের ছাত্ররা নয় বিদেশের ছাত্ররাও পড়তে আসবে।

হবিগঞ্জের অবকাঠামোরও উন্নয়ন হবে। তিনি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন,

অপরাধ বিচিত্রা অনুসন্ধান।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

four × four =