টাংগাইলে বিনা নোটিশে কলা গাছ কেটে ফেলেছে বন বিভাগ

0
308

জেলা প্রতিনিধিঃ টাংগাইলের মধুপুরে ১১নং শোলাকুড়ী ইউনিয়ন তথা পেগামারী গ্রামের আদিবাসীরা জমিতে বংশপরম্পরায় বসবাস ও চাষাবাদ করে আসছে।

এরই ধারাবাহিকতায় গত ফেব্রুয়ারিতে বাসন্তী রেমা তাঁর প্রায় ৪০ শতাংশ জমিতে কলা চাষ করেছেন। কিন্তু দুঃখজনক এই যে, গত সোমবার (১৪-০৯-২০২০) সকাল প্রায় ১০টার দিকে বিনা নোটিশে বন-বিভাগের সহকারি কমিশনার জামাল হোসেন তালুকদারের নেতৃত্বে তাঁর (রেমা) উক্ত জমির সবগুলো কলাগাছ কেটে ফেলা হয়। যার আবাদি মূল্য প্রায় ০৩ লক্ষ টাকা।

এমন অনাচার পূর্বক ফসলি কলাগাছ কাটা ও জোরপূর্বক ভাবে আদিবাসীদের জমি দখলের চেষ্টায় আদিবাসীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

শুধু তাই নহে, আদিবাসীরা সঠিক তদন্ত সাপেক্ষে তাঁকে (রেমা) ক্ষতিপূরণ সহ দুষি ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

5 × five =