হবিগঞ্জ নতুন বাসস্ট্যান্ড এলাকায় নকল কয়েল বিক্রি

0
382

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযানে লাইসেন্স বিহীন নকল নিউ ডিসকোভারী কয়েল ও নাম্বার ওয়ান ডিসকোভারী নামে নকল কয়েল বিক্রির দায়ে সুমন এন্টারপ্রাইজকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 এসময় সাধারন মানুষ জানান এই নকল কারবারের সাথে মোহন পুর গ্রামের সেলিমসহ। উক্ত সেলিম ইতিপূর্বেও গাজার ব্যবসার সাথে জড়িত ছিল এবং আরো অনেকেই জড়িত আছেন। এ সময় আনুমানিক ১৫০ কার্টুন নকল কয়েল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণের উপস্তিতে টের পেয়ে দোকানের মালিক সুমন পালিয়ে যায়।

তার পিতা মোঃ আবুল হোসেনের কাছে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় পরবর্তীতে যাতে এসব নকল কয়েল বিক্রি না করে এব্যাপারে মুচলেখা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

14 − 4 =