Site icon Aparadh Bichitra

রাজবাড়ীতে অননুমোদিত রং দিয়ে আইসক্রিম তৈরি

রাজবাড়ী মহোদয় তত্ত্বাবধানে রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম এর নেতৃত্বে সদর উপজেলায় পরিচালিত বাজার তদারকিমূলক অভিযান।

আজ ২০ সেপ্টেম্বর ২০২০ খ্রি. জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের সার্বিক নির্দেশনায় জেলা প্রশাসক। রাজবাড়ী মহোদয় তত্ত্বাবধানে রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম এর নেতৃত্বে সদর উপজেলায় পরিচালিত বাজারে অভিযান।

তদারকিমূলক অভিযানে সজ্জনকান্দা পাবলিক হেলথ মোড় এলাকায় অননুমোদিত রং দিয়ে আইসক্রিম তৈরির দায়ে ডিম্পল আইসক্রিম কে ( মোঃ জাকির হোসেন) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ এর ৪২ ধারায় ১০,০০০/-  টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এ সময় প্রায় ১২৬০ পিস অননুমোদিত আইসক্রিম জনসম্মুখে ধ্বংস করা হয় এবং রং জব্দ করা হয়। পরবর্তীতে উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে সচেতনমূলক লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়। অভিযানে সহযোগিতা  করেন জেলা প্রশাসন ও সদর উপজেলা পুলিশ প্রশাসন এবং জেলা স্যানিটারী ইন্সপেক্টর। রাজবাড়ী জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।