ধামরাইয়ে ক্ষমতার দাপটে পিকআপ ভ্যান আটক করে দারোগার ঘুষ আদায়ের চেষ্টা

0
1016

ধামরাই প্রতিনিধী : ঢাকার ধামরাইয়ে গরু বহনকারী পিকআপ ভ্যানের ড্রাইভারকে থানায় ডেকে নিয়ে দারোগা পিকআপ ভ্যানটি আটক করে টাকা আদায়ের জন্য চাঁপ সৃষ্টি করছে বলে অভিযোগ উঠেছে ।
জানাগেছে, ধামরাই উপজেলার দেপশাই গ্রামে মুক্তার হোসেনের বাড়ী থেকে সোমবার সকাল সাড়ে ৭ টার সময় ভাসানী ( ৪০ ) ৬টি গরু ও একটি ছাগল নগদ টাকায় ক্রয় করেন। ড্রাইভার লিটনের পিকআপ ভ্যান ঢাকা মেট্রো-ন ১৭-২১০৯ সহ আর ও একটি পিকআপ ভ্যান দিয়ে গরু গুলি বাথুলী হাটের উদ্দেশ্য নিয়ে আসে। এদিকে গরু বিক্রেতা সুচতুর, অতিলোভী মুক্তার হোসেন এলাকার কুচক্ররী মহলের পরামর্শে ধামরাই থানায় ভাসানী সহ ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩/৪ জনকে আসামী করে ধামরাই থানায় একটি মিথ্যা কাক্লনিক মামলা দায়ের করে মামলা নং-২৪ তাং২৩-৯-২০ ।

এদিকে মামলার তদন্ত কর্মকর্তা এস আই আরাফাত উদ্দিন ক্ষমতার দাপট দেখিয়ে পিকআপ ভ্যানের ড্রাইভার লিটনকে থানায় ডেকে নিয়ে গাড়ীটি আটক করে ৫০ হাজার টাকা ঘুষ দাবী করেন বলে অভিযোগ উঠেছে । ওই পিকআপ ভ্যানটি বিগত ৯ দিন ধরে মামলা ছাড়াই থানায় আটক রেখেছে । দারোগা ড্রাইভার লিটনকে নানা ভাবে হয়রানী ও ভয়ভিতী প্রদর্শন করছে ।


এ ব্যাপারে ধামরাই থানার এস আই আরাফাত উদ্দিনের সাথে এ প্রতিবেদকের আলাপ হলে তিনি তার বিরুদ্বে অভিযোগ গুলি অস্বীকার করেন ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

two × 2 =