চট্টগ্রামে ৩৮ ডায়াগনস্টিক সেন্টারের পরিবেশ ছাড়পত্র বাতিল

0
586

চট্টগ্রামে ৩৮টি ডায়াগনস্টিক সেন্টারের ছাড়পত্র বাতিল করেছে পরিবেশ অধিদফতর। স্বাস্থ্য অধিদফতরের লাইসেন্সের মেয়াদ না থাকায় পরিবেশ অধিদফতর তাদের ছাড়পত্র বাতিল করে।

বিষয়টি নিশ্চিত করেছেন পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম মহানগরের পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নুরী। তিনি জানান, গত ১৯ আগস্ট এই ৩৮ প্রতিষ্ঠানের ছাড়পত্র বাতিলের সিদ্ধান্ত নিয়ে এ-সংক্রান্ত তালিকা স্বাস্থ্য অধিদফতরে পাঠানো হয়েছে।

মোহাম্মদ নুরুল্লাহ নুরী বলেন, ছাড়পত্র বাতিলের সিদ্ধান্ত নেয়া ৩৮টি প্রতিষ্ঠানের অধিকাংশই ডায়াগনস্টিক সেন্টার। কয়েকটি প্যাথলজির সঙ্গে ক্লিনিকও পরিচালনা করে। পরিবেশ আইন অনুযায়ী, এসব প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে স্বাস্থ্য অধিদফতর, ফায়ার সার্ভিস, পরমাণু শক্তি কমিশনসহ বিভিন্ন সংস্থার লাইসেন্স পরিবেশ অধিদফতরে জমা দিতে হয়। এরপর আমরা ছাড়পত্র দিই। সম্প্রতি আমরা প্রতিষ্ঠানগুলোর নথি যাচাইয়ের উদ্যোগ নিই। সেখানে এসব প্রতিষ্ঠানের মূল জায়গায় ঘাপলা পাওয়া গেছে। তাদের স্বাস্থ্য অধিদফতরের লাইসেন্সের মেয়াদ নেই। দীর্ঘসময় ধরে নবায়নেরও উদ্যোগ নেয়নি। এ জন্য আমরা প্রাথমিকভাবে আমাদের ছাড়পত্র বাতিল করেছি।

ছাড়পত্র বাতিল করা প্রতিষ্ঠানগুলো হচ্ছে- নগরীর উত্তর আগ্রাবাদের নিষ্কৃতি ক্লিনিক, বাকলিয়া ও কুলগাঁও অক্সিজেন মোড়ের ব্র্যাক যক্ষ্ম নির্ণয় কেন্দ্র, মনসুরাবাদ, জামালখান এবং দেওয়ানহাটের সূর্যের হাসি নেটওয়ার্কের তিনটি শাখা, আকবরশাহ এবং চাঁন্দগাওয়ের ইমেজ সূর্যের হাসি ক্লিনিকের দুটি শাখা, চকবাজারের উডল্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, জামালখানের ল্যাবওয়ান হেলথ সার্ভিসেস, খুলশির চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন, প্রবর্তক মোড়ের বাংলাদেশ আই হসপিটাল, খুলশির সিইআইটিসি লেন্স প্রসেসিং ইউনিট, মেহেদীবাগের হরমোন ও ডিএনএ সেন্টার এবং কে বি ফজলুল কাদের চৌধুরী রোড়ের কর্ণফুলী ব্লাড অ্যান্ড থ্যালাসেমিয়া সেন্টার।

এছাড়া নগরীর হালিশহরের অর্গান হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, চাঁন্দগাওয়ের রয়েল প্যাথলজি সেন্টার, মেডিকেল স্কয়ার, হামজারবাগের সিটি লাইফ ডায়াগনস্টিক কমপ্লেক্স, আগ্রাবাদ ও বন্দর এলাকার সানওয়ে মেডিকেল সেন্টারের দুটি শাখা, পাঁচলাইশ এলাকার দি হেলথ হোম প্রাইভেট লিমিটেড ও চিটাগং কেমোথেরাপি সেল সেন্টার, আন্দরকিল্লা এলাকার মুন ডায়াগনস্টিক সেন্টার, নতুন বাজার এলাকার কিউম্যাক্স হেলথ কেয়ার, হালিশহরের মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার, ফ্রি-পোর্ট এলাকার মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার, পতেঙ্গার কাটগড় ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টারেরও ছাড়পত্র বাতিল করা হয়েছে।

ছাড়পত্র বাতিলের তালিকায় আরও আছে নগরীর হালিশহরের এমএন ক্লিনিক্যাল রিসার্চ সেন্টার, ঈদগাঁ এলাকার মেডিসেভ প্যাথলজি ল্যাব, সদরঘাটের পালস ক্লিনিক্যাল ল্যাবরেটরি অ্যান্ড ডায়াগনসিস, কোতওয়ালী থানা এলাকার দি মেডিকেল ল্যাবরেটরি, আগ্রাবাদের মেডিসিন মেডিকেল সার্ভিসেস এবং প্যানাসিয়া ক্লিনিক্যাল ল্যাবরেটরি প্রপার্টিজ লিমিটেড, নাসিরাবাদের বায়েজিদ ডায়াগনস্টিক সেন্টার, কালুরঘাটের হেলথলাইন ডায়াগনস্টিক সেন্টার এবং কাপ্তাই রাস্তার মাথা এলাকার মেডিম্যাক্স ডায়াগনস্টিক সেন্টার।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

2 × five =