পটুয়াখালী কলাপাড়া মহিপুরে বিদেশী পিস্তল সহ আট রাউন্ড গুলি উদ্ধার-গ্রেপ্তার ৩

0
517

পটুয়াখালী প্রতিনিধী: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মৎস্যবন্দর মহিপুর থেকে শুক্রবার রাতে র‌্যাব-৮ এর সদস্যরা একটি মাছের গদি থেকে একটি বিদেশী পিস্তল,আট রাউন্ড গুলি,একটি ওয়ান শুটারগান,দুই রাউন্ড কার্তুজ ও দু’টি চাপাতী উদ্ধার করেছে । এ ঘটনায় র‌্যাব-৮ এর ডিএডি মো,মোক্তার হোসেন বাদী হয়ে চারজন কে আসামী করে মহিপুর থানায় শনিবার সন্ধ্যায় একটি মামলা দায়ের করেছে। আসামীদের তিনজনকে আটক করা হয়েছে । এরা হলো মো.ফারুক খন্দকার (৫০) সোহাগ জমাদ্দার(৩০) ও নিকর দাস (৩০)।

মামলা সূত্রে জানা গেছে, মহিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবদুল মালেক আকন্দ’র মাছের গদিতে অভিযান চালিয়ে র‌্যাব-৮ এর সদস্যরা এ অস্ত্রগুলো উদ্ধার করে ।
এ দিকে, অস্ত্র উদ্ধারের বিষয়ে আ.মালেক আকন্দ জানান, প্রতিপক্ষ প্রার্থী মো.ফজলু গাজী ষড়যন্ত্র মূলক ভাবে এ অস্ত্র তার গদিতে রেখে তাকে ফাঁসাতে চেয়েছে ।

অপরদিকে, স্বতন্ত্র প্রার্থী ফজলু গাজী জানান, তার বিজয় নিশ্চিত জেনে প্রতিপক্ষ নৌকা প্রতীকের প্রার্থী আ.মালেক আকন্দ অস্ত্রের জোগান শুরু করেছিল । যা র‌্যাবের অভিযানে ধরা পড়ে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

17 − 4 =