রাজধানীর কারওয়ান বাজারের বিডিবিএল ভবনে আগুন

0
640

রাজধানীর কারওয়ান বাজারের বিডিবিএল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৫ অক্টোবর) সকাল ৭টার ভবনটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

এ খবর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ শুরু করে। আগুন পুরোপুরি বন্ধ হয় সকাল ৯টার দিকে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, সকাল ৭টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পাওয়ার পর মোট ৪টি ইউনিট সেখানে পাঠানো হয়। সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আর ৯টার দিকে পুরোপুরি আগুন নির্বাপণ হয়। ভবনের ১৮ তলায় আগুন লেগেছিল।

তিনি বলেন, আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি।

তবে প্রত্যক্ষদর্শীরা ফায়ার সার্ভিসকে জানিয়েছে, ভবনের পেছনে বেশ কিছু ডিশের তার (ক্যাবল) রয়েছে। সেখান থেকে আগুন লাগতে পারে। আগুনে ভবনের বাইরের অংশে লাগানো বেশ কয়েকটি এসির যন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দেখা গেছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

16 − one =