দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সাংবাদিকদের কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

0
644

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: সাংবাদিকরা সমাজের দর্পণ। তাই তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষের কল্যাণে কাজ করতে হবে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির রজত জয়ন্তী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী।

তিনি বলেন: হলুদ সাংবাদিকতা যেন না হয় সেদিকে নজর রাখতে হবে। মানুষের কল্যাণে দৃষ্টি থাকে, সে ধরনের সাংবাদিকতাই যেন হয়। আগে দুর্নীতি, অন্যায় হলে ধামাচাপা দেয়া হতো। বর্তমান সরকার তা করে না। যেখানে অন্যায় হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

তিনি যোগ করেন: যে জাতি ত্যাগের কথা, বীরত্বের কথা ভুলে যায়, সে জাতি এগোতে পারে না। দেশের প্রতি, রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে। বাংলাদেশের স্বাধীনতাকে ব্যর্থ করতে ৭৫ পরবর্তী সরকারগুলো কাজ করেছে। তাই তারা দেশের উন্নয়ন করেনি।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন: আপনাদের রিপোর্ট পড়েই আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই, অন্যায়ের প্রতিকার করি, দোষীদের শাস্তিও দেই। তবে খেয়াল রাখবেন নীতিহীন সাংবাদিকতা যেন না হয়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

two + 12 =