Site icon Aparadh Bichitra

নামাজের জন্য অভিনয় ছেড়ে দিলেন মুক্তি

‘পদ্মা নদীর মাঝি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন রুমানা রাব্বানি মুক্তি। ১৯৯২ সালে তার এই ছবি মুক্তি পায়। এর পর বেশ কিছু ছবিতে অভিনয় করেন মুক্তি। বেশ জনপ্রিয়তাও পান তিনি। কিন্ত হঠাৎ করে অভিনয় ছেড়ে দেন মুক্তি।

মুক্তি’র অভিনয় ছাড়া ভক্তদের মাঝে অনেক প্রশ্ন দেখা দেয়। অনেকে তাকে প্রশ্নও করেন অভিনয় ছাড়ার বিষয়ে। অবশেষে জনপ্রিয় এ অভিনেত্রী অভিনয় ছাড়ার কারণ নিজেই জানালেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তিনি জানান- অভিনয় করতে গিয়ে ঠিকমতো নামাজ আদায় করা সম্ভব হয় না তিনি অভিনয় ছেড়ে দিয়েছেন।

বিগত ৫ বছর ধরে অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন জনপ্রিয় এ অভিনেত্রী। গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক ফেসবুক স্ট্যাটাসে তিনি জানিয়েছেন, নামাজ পড়তে অসুবিধা হয় বলে পাঁচ বছর ধরে অভিনয় করেন না।

তিনি স্ট্যাটাসে লেখেন, ‘অনেকই জিজ্ঞেস করেন, আমি অভিনয় ছেড়ে দিলাম কেন?- আসলে সময়মতো নামাজ পড়তে আমার অসুবিধা হতো। তাই আমাকে অভিনয় ছাড়তে হলো। ’

মুক্তি’র দেয়া স্ট্যটাসে অনেকেই তাকে সাধুবাদ জানিয়েছেন।