জঙ্গিদের ব্যাপারে প্রশাসনের ভূমিকা থাকবে

0
344

বর্তমান বিশ্বে একটি আলোচিত বিষয় সন্ত্রাস ও জঙ্গিবাদ। সারা বিশ্ব আজ কেঁপে উঠেছে জঙ্গীদের কাপুরুষোচিত ও বর্বর হামলায়। এই জঙ্গি হামলা দিন দিন দেশ/বিদেশে বেড়েই চলেছে। বিশ্বের কোন জাতি এ হামলা থেকে মুক্ত নয়। জঙ্গিবাদের নামে যুদ্ধ-বিগ্রহ, হত্যা-হানাহানি বা ধ্বংসাত্মক কর্মকা- কখনোই বিশ্ব মানবতার জন্য কাম্য নয়। জঙ্গিবাদ এভাবে চলতে থাকলে তা এক সময় গোটা বিশ্বকে গ্রাস করে ফেলবে। তাই সকলকে পুলিশের সাথে এক হয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ করতে হবে এবং জঙ্গীর কালো থাবা থেকে দেশ ও বিশ্বকে বাঁচাতে হবে। বরগুনা জেলার পুলিশ বরগুনা জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, জনগণের জানমাল ও সম্পদের নিরাপত্তা বিধান, অপরাধ প্রতিরোধ ও দমনে মূখ্য ভূমিকা পালন করে আসছে।

বিশেষ করে বিগত ১ বছর যাবৎ বরগুনা জেলা পুলিশ জঙ্গিবাদ দমন এবং নিয়ন্ত্রণে দক্ষতার পরিচয় দিয়ে আসছে। বরগুনা জেলা পুলিশ তাদের উদ্ভাবনী ক্ষমতা আর পেশাদারিত্ব দিয়ে জঙ্গিবাদ মোকাবেলায় প্রতিনিয়ত সৃজনশীলতার পরিচয় দিয়ে এসেছেন। জঙ্গী অপরাধ দমনে বরগুনা জেলা পুলিশ জেলার বিভিন্ন স্থানে জনসমাবেশ করছে যা এ বাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থার নিদর্শন। বরগুনা জেলা পুলিশ আগামী দিনের জঙ্গিবাদ দমনে জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থীদের সমন্বয়ে জঙ্গিবাদ বিরোধী কমিটি গঠন করেছে। শিক্ষা প্রতিষ্ঠানে যে সব স্থানে জঙ্গীদের বৈঠক হতে পারে সে জায়গাগুলো চিহ্নিত করে নজরদারী বৃদ্ধি করেছে। মসজিদে বা নামাজের স্থানে শিক্ষক শিক্ষার্থীরা এবং স্থানীয় জনসাধারণ যাতে বেশিক্ষণ অবস্থান করতে না পারে সে বিষয়টি নিশ্চিত করেছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা লাইব্রেরিতে জঙ্গিদের কোন বই পুস্তক পাওয়া গেলে উক্ত বই পুস্তক সংগ্রহ করে পুড়িয়ে ফেলা হচ্ছে। সন্ত্রাস বিরোধী কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী এবং স্থানীয় জনসাধারণকে উদ্বুদ্ধ করা হচ্ছে। বিভিন্ন স্কুল/কলেজে একাডেমিক কার্যক্রমে জঙ্গী বিরোধী, বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করার জন্য কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা/পরামর্শ প্রদান করা হয়েছে। জেলা পুলিশ বরগুনা জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাস প্রতিরোধে একাত্মতা হয়ে কাজ করছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

3 × two =