বিশেষজ্ঞ চিকিৎসক কর্তৃক জেলার দুস্থ অসহায় মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা প্রদান

0
324

বরগুনা জেলার পুলিশ সুপার মো: মারুফ হোসেন (পিপিএম) যোগদান পরবর্তী দেশের সূর্য সন্তান অসহায় বীর মুক্তিযোদ্ধা ও পুলিশ মুক্তিযোদ্ধাদের রোগ ভিত্তিক বিশেষজ্ঞ চিকিৎসক কর্তৃক চিকিৎসা সেবা প্রদানের কার্যক্রম গ্রহণ করেছেন। এ কার্যক্রমের অংশ হিসেবে গত আগষ্ট/২০১৮ হতে ডিসেম্বর/২০১৯খ্রি: পর্যন্ত জেলার ২৫৫ জন মুক্তিযোদ্ধাকে (আই স্পেশালিস্টের মাধ্যমে ১২৫ জন, ইনডোক্রাইনোলোজিস্টের মাধ্যমে ১২ জন, ইউরোলোজিস্টের মাধ্যমে ০৮ জন, মেডিসিন স্পেশালিস্টের মাধ্যমে ৩৩জন, অর্থোপেডিক স্পেশালিস্টের মাধ্যমে ২৩ জন, হার্ট স্পেশালিস্টের মাধ্যমে ৩০ জন, সার্জারি স্পেশালিস্টের মাধ্যমে ০৬ জন, ডার্মটোলোজিস্টের মাধ্যমে ০৬ জন, ইএনটি স্পেশালিস্টের মাধ্যমে ০৫ জন,

গ্যস্ট্রোলোজিস্টের মাধ্যমে ০২ জন, কার্ডিওলোজিস্টের মাধ্যমে ০১ জন, নিউরোমেডিসিন স্পেশালিস্টের মাধ্যমে ০৩ জন এবং ডেন্টিস্টের মাধ্যমে ০১ জন) দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল যেমন ঢাকা মেডিকেল, ঢাকা চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল (পিজি) পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল ও বরগুনা থেকে বিশেষজ্ঞ চিকিৎসক নিজ কার্যালয়ে নিয়ে এসে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছেন। এরূপ সেবা প্রদানের ফলে বাংলাদেশ পুলিশ বিভাগের ভাবমূর্তি ও সুনাম বৃদ্ধি পেয়েছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

18 + 4 =