রাজধানীর মিরপুরে ভুয়া দাঁতের ডাক্তারের ছড়াছড়ি

0
1096

শহিদুল্লাহ শাকিল, মোঃ ইয়াকুব আলী: মিরপুর ১নং ঘণবসতি এলাকা। এখানে নিম্নবিত্ত ও মধ্যবিত্তের বসবাস বেশি। এই সুযোগে মিরপুরের ১নং এলাকায় আনাচে কানাচে গড়ে উঠছে বিভিন্ন বাহারী রংবে রং এর সাইন বোর্ডে অশিক্ষিত অসংখ্য দাঁতের ডাক্তার। যারা সামান্য বাংলা অক্ষর ও চিনেন না, নাই তাদের বৈধ কোন কাগজ পত্র। মিরপুর ১নং শাহআলী মাজার সংলগ্ন আরাফাত ডেন্টাল কে গত ১০/০৯/ ২০২০ইং তারিখে ভ্রাম্যমান আদালত ৫০ হাজার টাকা জরিমানা করে। পাশেই রিপন ডেন্টাল এর রিপনকে জেল জরিমানা করে জেল হাজতে পাঠান। অদ্যবধি জেল হাজতে আছেন রিপন। বর্তমানে বীরদর্পে রিপনের চেম্বার চালাচ্ছেন ভ‚ঁয়া ডাক্তার হারুন। এ রকম আরো আছে স্বয়ং শাহ আলী থানার পাশেই।

শাহআলী ডেন্টাল, আর কে ডেন্টাল, আনিস ডেন্টাল আয়শা ডেন্টাল, সি বøকে টি,কে ডেন্টাল, ডি বøকে গুড উইল ডেন্টাল, ফেয়ার প্লাজার নীচ তলায় ফেমাস ডেন্টাল, ফ্রেন্ডস ডেন্টাল, কো, আপারেটিভ মার্কেটের ইউর ডেন্টাল, মিরপুর ডেন্টাল, মুন ডেন্টাল, রুমি ডেন্টাল, সহ একাধিক ভ‚ঁয়া দাঁতের ডাক্তার এর অন্তরালে এরা

ভয়ংকর ভাবে মানুষের জীবন নিয়ে খেলা করছেন প্রতারনার ফাঁদে ফেলে ভ‚ল চিকিৎসা করে। সাধারণ সহজ সরল মানুষ কে ঠকিয়ে ও ভোগান্তিতে ফেলে হাতিয়ে নিচ্ছে কাড়ি কাড়ি টাকা। স্বাাস্থ্য অধিদপ্তরের থোড়াই তোয়াক্কা ভাব দেখিয়ে দিনের পরদিন দিনে এরা চিকিৎসার নামে অপচিকিৎসা করে।

অল্প শিক্ষিত অশিক্ষিত এরা কি ভাবে ডাক্তারী পোশাক পরে ডাক্তার পরিচয় দিয়ে ডাক্তার সেজে ভ‚ল চিকিৎসা করে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে এ প্রশ্ন এলাকাবাসী ও ভুক্তভোগী সবার। এদের ক্ষপ্পরে পড়ে সুস্থতার পরিবর্তে অসুস্থ হচ্ছে অনেকে। তথ্য অনুসন্ধান অব্যাহত আছে। আগামীতে আরো বিস্তারিত আসছে। চোখ রাখুন অপরাধ বিচিত্রায় ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

twenty + 4 =