যৌন হয়রানী রোধে আত্মরক্ষামূলক প্রশিক্ষন

0
450

পটুয়াখালী প্রতিনিধি: নারীর প্রতি সহিংসতা রোধে নারীদের আত্মপ্রত্যয়ী গড়ে তুলতে পটুয়াখালী জেলা পরিষদের আয়োজনে প্রজেক্ট অগ্নিকন্যার প্রথম ব্যাচের আত্মরক্ষামূলক মার্শাল-আর্ট প্রশিক্ষন শেষে সনদপত্র বিতরন করা হয়েছে। শনিবার সকালে পটুয়াখালী ব্যায়ামাগারে দেড় মাসব্যাপী এ প্রশিক্ষন শেষে অগ্নিকন্যাদের হাতে সনদপত্র তুলে দেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ খলিলুর রহমান মোহন।

এ সময় জেলা পরিষদ সদস্য সালমা জাহান, কারাতে-দো-এ্যাসোসিয়েশন পটুয়াখালী শাখার প্রশিক্ষক সেনসি রিয়াজ উদ্দিন আহম্মেদ, অবিভাবক ও গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। আত্মরক্ষামূলক প্রশিক্ষনের উদ্যোক্তা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন জানান

এই প্রশিক্ষনের মাধ্যমে আত্মরক্ষার পাশাপাশি শারিরিক সুস্থ্যতা ও খেলাধুলায় নারীদের দক্ষতা বৃদ্ধি পাবে, পাশাপাশি স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হবে। আগামী ২১ নভেম্বর থেকে ২য় ব্যাচের প্রশিক্ষন শুরু হবে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

nineteen − 2 =