মেঘের মতো ধুলায় আচ্ছন্ন উত্তরা-টঙ্গী মহাসড়ক

0
527

আসছে শীত। কমছে আদ্রতা, বাড়ছে শুষ্কতা। এতে স্বাভাবিকভাবেই বাতাসে ধুলাবালির পরিমাণও বেড়েছে। অন্যদিকে সরকারের উন্নয়ন কাজও অব্যাহত রয়েছে, যাতে তৈরি হচ্ছে প্রচুর ধুলাবালি। এসব কারণে প্রতিনিয়ত খারাপ হচ্ছে বায়ুর মান।

শনিবার (১৪ নভেম্বর) সকালে সরেজমিনে দেখা যায়, রাজধানীর উত্তরা থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মেঘের মতো ধুলায় ছেয়ে গেছে। সেখানকার রাস্তা কাঁচা-পাকা, চলছে যানবাহন। পাশাপাশি সরকারের উন্নয়ন প্রকল্পেরও কাজ চলমান। ধুলাবালি বন্ধে দেখা যায়নি স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের উদ্যোগ। ফলে স্বাস্থ্যঝুঁকি নিয়েই চলাচল করছেন পথচারী ও যাত্রীরা।

এদিকে আজ রোববার (১৫ নভেম্বর) বায়ুর মান আরও খারাপ রয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ারের তথ্যমতে, রোববার বেলা ১১টার দিকে ঢাকার বায়ুর মান ১৫৬ পিএম২.৫, যা অস্বাস্থ্যকর। বায়ুর এই মানে যেকেউ অসুস্থ হয়ে পড়তে পারেন এবং যারা শ্বাস-প্রশ্বাসজনিত রোগে ভুগছেন, তারা গুরুতর অসুস্থ হয়ে পড়তে পারেন। শ্বাস-প্রশ্বাসের সমস্যায় ভোগা মানুষের পাশাপাশি শিশু-বৃদ্ধসহ সবাইকে এমন পরিস্থিতিতে বাইরে বের হওয়া থেকে বিরত থাকার পরামর্শ আন্তর্জাতিক সংস্থাগুলোর।

আজকে সারাদেশের বায়ুর মানের চিত্র তুলে ধরে আইকিউ এয়ার বলছে, বেলা ১১টার দিকে ত্রিশালে বায়ু দূষণের পরিমাণ ১৮৬ পিএম২.৫, শ্রীপুরে ১৮৫, সাভারে ১৬৯, ঢাকায় ১৬৩, মানিকগঞ্জে ১৫১, কুমিল্লায় ৬১ ও নারায়ণগঞ্জে ৮।

ঢাকা মহানগরীর ভেতরের চিত্র তুলে ধরে তারা বলছে, ঢাকার ইউএস অ্যাম্বাসি এলাকায় বায়ু দূষণের পরিমাণ ১৫৬ পিএম২.৫, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৫৬, ওহাব বারিধারায় ১৪৫, বিটোপিতে ১৪০, বে’স অ্যাডজওয়াটারে ১২৯ ও বিটোপি গ্রুপ-মিসামি গার্মেন্টস এলাকায় ৫৭।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

3 × two =