পাঁচ ওয়াক্ত নামাজের পরে বিশেষ কিছু সুন্নাত আমল

0
790

১) ১ বার “আল্ল-হু আকবার” পাঠ করা,
২) ৩ বার “আস্তাগফিরুল্লাহ” পাঠ করা,
৩) ১ বার “আল্ল-হুম্মা আংতাস সালাম, ওয়া মিনকাস্ সালাম, তাবারকতা ইয়া যাল জালালি ওয়াল ইক্বরম” পাঠ করা,
৪) ১ বার “আয়াতুল কুরসী” পাঠ করা,
৫) “সুবহা-নাল্ল-হ”, “আলহামদুলিল্লাহ”, “আল্ল-হু আকবার” ৩৩+৩৩+৩৩ বার পাঠ করে, ১ বার “লা ইলাহা ইল্লাল্লহু ওয়াহদাহু লা- শারিকালাহু লাহুল মুলকু ওয়ালা হুল হামদু ওয়াহুয়া ‘আলা কুল্লি শাইইন ক্বদীর” পাঠ করা,
৬) ফজর এবং মাগরিবের নামাজের পরে ৭ বার “আল্ল-হুম্মা আজিরনী মিনান নার” পাঠ করা,
৭) ফজর এবং মাগরিবের নামাজের পরে ৩ বার “আঊযুবিল্লাহিস সামিয়্যিল ‘আলীমি মিনাশ শাইত্বনির রজীম” পাঠ করে, “সূরা হাশরের” শেষ ৩ আয়াত পাঠ করা,
৮) ফজর নামাজের পরে ১ বার “আল্ল-হুম্ম ইন্নি আসআলুকা, ‘ঈলমান নাফি’য়ান, ওয়া রিজক্বন ত্বয়্যিবান, ওয়া ‘আমালান মুতাক্বব্বালা” পাঠ করা,
৯) ফজর নামাজের পরে ১ বার “রদ্বীনা- বিল্লাহি রব্বা-, ওয়াবিল ইসলামি দ্বীনা- ওয়াবি মুহাম্মাদিন রসূলা-” পাঠ করা,
১০) ১ বার করে সূরা “ইখলাস”, “ফালাক”, “নাস” পড়ে ৩ বার হাতে ফুঁ দিয়ে সারা শরীরে ৩ বার হাত বুলানো,
আল্লাহ তা’য়ালা আমাদের সকলকে নিয়মিত সুন্নাত আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

17 + two =