Site icon Aparadh Bichitra

বিগত কয়েক বছরে দুর্নীতি কমেছে : দুদক চেয়ারম্যান

বিগত কয়েক বছরে দেশে দুর্নীতি কিছুটা কমেছে দাবি করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, ‘শুধু সরকারি খাতে নয়, সবখানেই দুর্নীতির বিস্তৃতি রয়েছে’।

রোববার (২৯ নভেম্বর) ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ‘গ্লোবাল করাপশন ব্যারোমিটার এশিয়া ২০২০’ প্রতিবেদনের বিষয়ে দেয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

ভিডিও কনফারেন্সে তিনি বলেন, ‘দুর্নীতি যে শুধু সরকারি খাতে তা না। সর্বব্যাপী দুর্নীতির বিস্তৃতি রয়েছে। এতে কোনো সন্দেহ নেই। সমস্যা আছে, দুর্নীতি আছে। দুর্নীতির বিষয়ে আমরা যেমন কঠোর, সরকারের কমিটমেন্টও (প্রতিশ্রুতি) কঠোর।’

‘বিগত কয়েক বছরে দুর্নীতির মাত্রা কিছুটা কমেছে বলে আমার ব্যক্তিগত ধারণা’ যোগ করেন কমিশনের চেয়ারম্যান।