Site icon Aparadh Bichitra

মাতুয়াইলে দি ওয়ান রেস্টুরেন্টকে তিন লাখ টাকা জরিমানা

রাজধানীর মাতুয়াইল এলাকায় দি ওয়ান রেস্টুরেন্টকে মোবাইল কোর্ট পরিচালনা করে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২ নভেম্বর) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাশ্বের আলমের নেতৃত্বে এক অভিযানে এই জরিমানা করা হয়।

অভিযানকালে রেস্টুরেন্টটির রেফ্রিজারেটরে কাঁচা সবজি ও মাংসের সাথে রান্না করা ভাত, মাংস, কাবাব ও মাছ একইসাথে সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়। এছাড়াও রান্নাঘরে অস্বাস্থ্যকর অবস্থায় খাদ্য প্রস্তুত, পচা সবজি এবং খোলা অবস্থায় রান্না করা খাবার যত্রতত্র পাওয়া যায়।

এ সকল অপরাধে প্রতিষ্ঠানটিকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর বিধান অনুযায়ী ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত অস্বাস্থ্যকর খাবার ধ্বংস করা হয়।

এ সময় দি ওয়ান রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য উৎপাদনে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা ও করোনাকালীন স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে প্রয়োজনীয় দিকনির্দেশনা সংবলিত পোস্টার প্রদান করা হয়।

অভিযানকালে নিরাপদ খাদ্য পরিদর্শক মো. মিজানুর রহমান সিকদার এবং পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।