লক্ষ্মীপুরে মাস্ক না পরায় ৩৫ জনকে জরিমানা

0
454

এস এম আওলাদ হোসেন লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুরে করোনা ভাইরাস প্রতিরোধে ‘নো মাস্ক, নো সার্ভিস’ ‘মাস্ক পরুন, সেবা নিন’ শীর্ষক প্রচারণা বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩৫ জনকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা ১০০০ হাজার মাস্ক বিতরন করা হয়। সোমবার (০৭ ডিসেম্বর) দুপুরে শহরের চকবাজার এলাকাসহ বিভিন্নস্থানে অভিযান চালায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম এ কার্যক্রম পরিচালনা করেন। অভিযানে বিভিন্ন এলাকায় ৩৫ জনকে একশ টাকা করে জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বলেন, করোনাভাইরাসের সংক্রমণ কমাতে জনগনকে মাস্ক পরায় অভ্যস্ত করতে ও স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে শহরের বিভিন্নস্থানে অভিযান চালানো হয়। এ সময় মাস্ক পরিহিত ছাড়া চলাচল করায় পথচারীসহ ৩৫ জনকে জরিমানা করা হয়।


পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা ১০০০ হাজার মাস্ক বিতরন করা হয়। লক্ষ্মীপুরবাসীর কল্যাণে করোনা ভাইরাসের সম্ভাব্য দ্বিতীয় ঢেউ প্রতিরোধে জেলা প্রশাসনের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

one × 1 =