Site icon Aparadh Bichitra

পটুয়াখালী পাক-হানাদার মুক্ত দিবস পালিত

পটুয়াখালী প্রতিনিধিঃ দীর্ঘ ৮ মাস অবরুদ্ধ থাকার পর একাত্তরের ৮ ডিসেম্বর’ ১৯৭১ পটুয়াখালী জেলা পাক-হানাদার মুক্ত হয়।এই দিনটি পালন উপলক্ষে জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। মঙ্গলবার সকাল ৯টায় সংরক্ষিত মহিলা আসন এর সাংসদ কাজী কানিজ সুলতানা হেলেন এর নেতৃত্বে প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় জেলা মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মিত্রবাহিনীর সহায়তা ছাড়াই প্রতিরোধ আর সম্মুখ যুদ্ধে শত্রুদের পরাজিত করে জেলা সদর ব্যতীত সকল এলাকা মুক্তিযোদ্ধারা দখল করে নেয়। তারা অবস্থান নেয় শহরের চারিদিকে। এ অবস্থা আচ করতে পেরে আগের রাতে নিস্প্রদীপ কারফিউ জারি করে লঞ্চযোগে পালিয়ে যায় পাকসেনারা। পরদিন সকালে মুক্তিযোদ্ধারা শহরে প্রবেশ করতে শুরু করলে রাজাকার ও আলবদররা অস্ত্রসস্ত্র ফেলে পালাতে থাকে।

বিনা বাঁধায় মুক্তিয়োদ্ধারা নিয়ন্ত্রন নিয়ে নেয়। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা আনুগত্য প্রকাশ করে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ১৯৭১ এর ৮ ডিসেম্বর এইদিনে আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা করা হয় স্বাধীন বাংলাদেশের পতাকা।