Site icon Aparadh Bichitra

লক্ষ্মীপুরে অাগুন লেগে ২টি দোকানে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়

এস এম আওলাদ হোসেন লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর সদর উপজেলা পৌর ৪নং ওয়ার্ডের ভোলা বরিশাল -মজুচৌধুরী হাট সড়কের পৌর বাস টারমিন্যাল মীর বাড়ী সংলগ্ন ২টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে যায়। অাজ বুধবার( ৯ ডিসেম্বর- ২০)ভোর অানুমানিক ৪ ঘটিকার সময় এ ঘটনা ঘটে।এতে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৩০লক্ষ টাকা বলে দাবী করেন দোকানের মালিকেরা।স্থানীয় সূত্রে জানা যায়,ভোর রাতে ফজরের নামাজের অাজানের সময় মুসুল্লিরা হঠাৎ অাগুনের সুত্রপাত দেখে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন এসে অাগুন নিয়ন্রনে অানে।

এরই মধ্যে মাসঅাল্লাহ ডেকোরেশন এবং মামুন ওয়ার্কসপ অাটো পার্টস ও গ্যারেজ পুড়ে ছাই হয়ে যায়।
মাসঅাল্লাহ ডেকোরেশনের মালিক মাইন উদ্দিন মানিক জানান,তিনি স্হানীয় অালমগীর পাটাওয়ারী কাছ থেকে দোকানটি ভাড়া নিয়ে দীর্ঘ দিন যাবত ডেকোরেশনের গোডাউন হিসেবে ব্যাবসা করে অাসছে।অাজ অামার সব শেষ হয়ে গেছে।অামি বাড়ীতে ছিলাম।খবর পেয়ে এসে দেখি অামার গোডাউনে থাকা হাজার হাজার চেয়ার,টেবিল,পদ্যা,ছান্নি,
তেপরাল, প্লেট বাটি সহ প্রায় ১৮/২০ লাখ টাকার বিভিন্ন মালামাল পুড়ে যায়।


এ দিকে মামুন ওয়ার্কসপের মালিক মামুন জানান,তার ওয়ার্কসপে থাকা তিনটি অাটো, এবং অটো বিভিন্ন পার্টস পুড়ে যায় এতে অামার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।তা ছাড়া
অামার গ্যারেজে থাকা লক্ষ্মীপুর -থ -১১-৬৩৯১ নাম্বারের সি এন জি পুড়ে যায়।এর মালিক ছিলেন সোহাগ নামের এক ব্যাক্তির।কিভাবে অাগুনের সুত্রপাত্র ঘটেছে এ বিষয়ে কোন তথ্য জানা যায়নি।