মহান বিজয় দিবসে কলাপাড়ায় মঞ্চায়ন হবে মুক্তিযুদ্ধ ভিক্তিক নাটক “বিবি সাব”

0
873

প্রতিনিধি পটুয়াখালী: কলাপাড়ায় মহান বিজয় দিবস উপলক্ষে মঞ্চায়ন হবে মুক্তিযুদ্ধ ভিক্তিক নাটক “বিবি সাব”। উপজেলা প্রসাশনের আয়োজনে স্থানীয় বাউল সংঘের উদ্যোগে ১৬ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় পৌর শহরের শহীদ শেখ কামাল স্মৃতি কমপ্লেক্সে এ নাটকটি অনুষ্ঠিত হবে। তাই কলা কুশলীরাও বসে নেই। চলছে শেষ মূহুর্তের মহড়া। আব্দুল্লাহ্ আল মামুনের রচনায় ও স্বজল কর্মকারে পরিচালনায় এ নাটকটিতে মোল্লার চরিত্রে অভিনয়ন করবেন এ অঞ্চলের গম্ভিরার নানা হিসেবে খ্যাত শিল্পী শামীম ব্যাপারী। আর বিবি সাব’র চরিত্রে অভিনয় করবেন খাদিজা আক্তার। এছাড়া মুক্তিযুদ্ধের স্বপক্ষে চরিত্রে অভিনয় করছেন গাজী মো.বাবুল, মহিবুর রহমান মুহিব ও আবু তালেব।

নাটকটির কলা কুশলীরাদের সূত্রে জানা গেছে, স্থানীয় কৌতুক শিল্পী স্বজল কর্মকারের পরিচালনায় এ নাটকটিতে অভিনয় করবেন বাউল সংঘের প্রবীন শিল্পী দলিল উদ্দিন, আব্বাস উদ্দিন, দুলাল, ফিরোজা আক্তার, হোসনেয়ারা, হারুন দেওয়ান, নাসিমা, আ:রহিম, আলম, দেলোয়ার, আব্দুল আজিজসহ আরো বেশ কয়েজন স্থানীয় শিল্পী। মাহবুবুর রহমান আজাদের শিল্পী নির্দেশনায় মেঘদূত এর সাজসজ্জায় এ নাটকটি মঞ্চায়ন করা হচ্ছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

twelve − five =