স্বামী-ভাইসহ ওয়েজ আর্নার্সের অফিস সহকারীর সম্পদের হিসাব তলব

0
370

জ্ঞাত আয়বহির্ভূত স্বনামে-বেনামে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নুরজাহান আক্তারের সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সেই সঙ্গে তার স্বামী মো. আব্দুস সাত্তার ও ভাই আব্দুর রহমানের সম্পত্তির হিসাব চেয়ে তিনটি পৃথক নোটিশ পাঠানো হয়েছে।

রোববার (১৩ ডিসেম্বর) কমিশনের প্রধান কার্যালয়ের পরিচালক (বিশেষ অনুসন্ধান ও তদন্ত-২) সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত নোটিশে ২১ কার্যদিবসের মধ্যে তাদের সম্পত্তির বিবরলী দুদকে দাখিল করতে বলা হয়েছে।

দুদকের পাঠানো নোটিশে বলা হয়, ‘দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ (২০০৪ সনের ৫ নং আইন) এর ধারা ২৬ এর উপ-ধারা (১) দ্বারা অর্পিত ক্ষমতাবলে আপনার নিজের, আপনার উপর নির্ভরশীল ব্যক্তিবর্গের স্বনামে-বেনামে যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী অত্র আদেশ প্রাপ্তির ২১ (একুশ) কার্যদিবসের মধ্যে এতদসঙ্গে প্রেরিত ছকে নিম্ন স্বাক্ষরকারীর বরাবর দাখিল করতে নির্দেশ দেয়া যাচ্ছে।’

এতে আরও বলা হয়, ‘নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হলে অথবা মিথ্যা বিবরণী দাখিল করলে উপরিউক্ত আইনের ধারা ২৬ এর উপধারা (২) মোতাবেক আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

10 − eight =